১)

প্রতিদিন একটু একটু বাড়ে
জমে জমে তা হয়েছে অতৃপ্ত পাহাড়ে
এভাবে ভালবাসা জমাই,
কতদিন ছুঁই না তোমায় ।

বইছে ব্যাকুল হাওয়া
মন মানেনা
বিরহ বাড়ায়
তোমাকে না পাওয়া,

মন যেন মরেছে
দেহটুকু নিথর,
তোমার একটু ছোঁয়া
কবে সরাবে বুকে বাঁধা পাথর ।


  ২)

বাঁধ ভেঙ্গেছে

পূর্ণিমার ভরা চাঁদ
হঠাৎ করে ভাঙ্গে বাঁধ,
একসাথে ডুবে মরার সাধে
অভিসার ভর করেছে কাঁধে ।

মন মানেনা
মনের ঘরে মনচোরা
মন জানেনা
লাগাম ছিঁড়েছে পাগলা ঘোড়া ।

মিলন আঁকা বাসরে
ভালবাসার সাদা চাদরে
ভরে যাবে লাল আদরে
প্রতীক্ষা সেই ক্ষণের,

একটুখানি জোর করে
সাধ্য নেই মনের
তোমার ‘না’ টুকুই আদরে
মেনে নিলাম সাদরে ।