ঝরে গেলেই ঝরে না সব
বসন্তের থাকে নব পল্লব
ঝরে গেলে ঝরে সময়
ধূসর বুকে সবুজ হৃদয় ।


শীর্ণ পাতায় শাখায় আজ
বিরান পথে প্ৰিয় ছায়াতল
বেদনার তরু হয়ে
কাঁদে বিষণ্ণ বাকল ।

গাঢ় দু:সময়ে বৃক্ষ প্রেম চায়
সবুজ পাতার কাছে,
ঝরা পাতার শব্দে বিনাশ
ভালবাসা টুকু তবে কি মিছে ?

বসন্ত এসে নাড়া
দিয়ে যায় বাতাস
ঝরা পাতার কান্নায়
ব্যথিত ধূসর আকাশ ,

শেকড় শুকোবেনা আছে জল
শাখায় প্রশাখায় বৃক্ষের বল
পাতা ঝরে ঝরুক তবুও ফুটে ফুল
বসন্ত হাওয়ায় প্রশান্তির স্নিগ্ধ জারুল |