পানি বিনে পিপাসা
সাধু বিনে সাধ্য
সাধন ছাড়া সিদ্ধি হয়না
ধ্যান বিনে আরাধ্য ।

সাধুর  বলে সাধক চলে
গুরু শিষ্যে সংসার ত্যাগী,
সাধুসঙ্গ  বিনে হয়েছে
কে ঋষি যোগী?
বাউল হতে হলে
ভবের সাধক হতে হলে।


কলবে কলব পড়ে
সাধুর ঘরে নড়েচড়ে,
সাধুর  বলে সাধক চলে
গুরু শিষ্যে সংসার ত্যাগী,

সাধু সঙ্গ  বিনে হয়েছে
কে ঋষি যোগী,
বাউল হতে হলে-
ভবের সাধক হতে হলে!