আশায় কেটেছে নির্ঘুম প্রহরে
দূরের পাখি আমার শহরে,
ঘরের পাশে বসবাস আড়ালে
নিজেকে বেধেঁছে নিজ জালে;
একদা বসত যৌথ নীড়ে
দূরে কাছে ডাকলে আসত ফিরে,
কতকাল দৃষ্টিতে পড়েনি দৃষ্টি
তুলতুলে বুকে হয়নি নান্দনিক সৃষ্টি;
বেদনা কখনও কি মরে ?
জানোনা পাখি শেষ করলে বাড়ে
একই আকাশ তলে
একই বাতাসে নি:শ্বাস চলে,
একই ডানা একই পিঞ্জর
চাইতে মানা পাখি অচেনা পর
বলতে পারো কি কেউ
একটু তার খবর ?
ভাবনার দিনগুলি এত মিষ্টি
পাখির জন্য কাঁদে পাখি
আকাশ কেন এত ভারী
কেঁদে ঝরায় কষ্টের বৃষ্টি |