পাথর চেপে রেখেছি
আমার সবটুকু সবুজ,
তোমাকে বুঝি
তবুও আমি অবুঝ ।
একটুও হয়না বন্ধ
তাবৎ দুনিয়ার কঠিনতম দ্বারে
ছেড়ে গেলে শুধুই বাড়ে,
শক্ত পাথর কি পারে
পোক্ত করে ভুলাতে তারে ?
গলা চেপে ধরা কষ্টের অসুখ
সারাতে উপশম ঔষুধ,
বুকের সবুজ টুকুন
এভাবেই হয়ে যায় হলুদ ।