মন বিবাগী মন উদাসী
একটি পাখি
মেটায় মনের আবদার
মনেতে ফিরে আসে আবার ।

পাখি প্রিয়তম পাখি
নয়ন ভরে চেয়ে দেখি,
নীল বেদনায় কাঁপে ঠোঁট
মুখ দেখে লাগে চোট ।

প্রিয়তম পাখির ব্যথাতুর  
চোখের জল
আমার সাথে সদা
কথা বলে অনর্গল।

নোনাজল বলে
বুকের অতলে
কেন লুকাও কেন শুকাও
একটু বইতে দাও ।


জমে থাকা বরফ গলে
চোখের জল কথা বলে
বয়ে চলে নীরবে নিভৃত
বুকের ভেতর যেন মৃত।