জানিনা প্রেম শুধু নামেই চেনা
অনুভূতিগুলো সব আছে জানা,
তোমার মুখ চেনা জানিনা মুখোশ
জানি না অনুভূতি বিহীন অবশ,
কাছে গেলে মনে হয় কেন আসলাম
দূরে থাকলে মনে হয় যেতে যদি পারতাম
দূরে থাকলে অদৃশ্য
কে যেন হাত বাড়ান,
অজানা অচেনা তবুও ব্যাকুল টান,
জটিল যৌবন জানি
আর সবুজ মুখ খানি
শুধু জানি না অপূর্ণ হৃদয়খানি,
জানি কথা জানিনা গভীরতা
জানি মৌনতা জানিনা মুখরতা ,
জানি সুখ জানিনা দু:খ
জানি পূর্ণিমা জানি না কৃষ্ণপক্ষ ।
জানিনা গভীর বন্দর
জানি তোমার অন্তর ,
জানি না বৃক্ষ জানি শুধু পাতা
সজীবতা জানি শুধু জানিনা জড়তা।
জানি মায়া জানিনা ছায়া
জানি আলো জানিনা অন্ধকার
আকার টুকু জানি
জানিনা তোমার নির্বিকার।
জানি সুবাস জানিনা পুত গন্ধ
শুধু জানি ভালটুকু জানি না মন্দ
তোমার এক দিক জানিনা আরেক দিক জানি
তবুও আপ্লুত স্মৃতির আকুল হাতছানি ,
তোমার জন্য শুধু একটিমাত্র উক্তি
ভুলি সব কার্যকারণ যুক্তি
তুরি মেরে ভুলি ভাল মন্দ
তোমার জন্য সদা অসম্ভব অন্ধ |