ফুলিয়ে ভরে দিলে
তা উড়বে দারুণ,
আমার আছে
ভীষণ আপন বেলুন।
হোক তা যতই
অযুত নিযুত দূরে,
যার কাছে ছুঁইতে বলি
তার পানে উড়ে ।
কুড়িয়ে কুড়িয়ে রেখেছি
তোমার দুঃখগুলো প্রিয়,
সাজিয়ে দিয়েছি সুখগুলো
সবটুকু নিয়ো ।
সুখ পাখিরা উড়ে না
ফসল ফলায় না মাটি,
নীল বেদনাকে খুঁড়ো না
লিখেছি সুখের চিঠি ।
বেলুনে গেঁথে মনের কাঠি
ছেড়ে দিলাম চিঠি ,
গন্তব্যে উড়ে যাবে
ঠিক ঠিক তুমি পাবে ।
চিঠি খুলে তুমি
এক বিন্দুও কেঁদো না,
আমার কাছেই রেখেছি
অসম প্রেমের বেদনা ।