ফুঁ দিলে
দুজনে মিলে
তাতেই কি নিভে সব ,
অন্তর তোমার
খেয়েছি গিলে
কমেনা শুধু বাড়ে অনুভব ।
হাহাকারের আঁধার
দ্বীপ জ্বলেছিল আবার
যতই থাক নীরব
অন্তর তোমার
খেয়েছি গিলে
কমেনা শুধু বাড়ে অনুভব ।
একদিন সীমাহীন
ভালবাসার আবরণ
বুকের ভেতর করেছে হরণ
ফুরাতে যাপিত জীবনের বৈভব
অন্তর তোমার
খেয়েছি গিলে
কমেনা শুধু বাড়ে অনুভব ।
মন চায়
নেই উপায়
ফিরতে অবুঝ শৈশব
অন্তর তোমার
খেয়েছি গিলে
কমেনা শুধু বাড়ে অনুভব ।