শাক দিয়ে ঢাকলে মাছ
আমার গায়ে কেন লাগে আঁচ ,
যার যে কোল তাতে চোখ বুজুক
ভাল লাগে যার বোল তাতেই সুখ খুঁজুক ,
ঘা লাগে যদি আতে
কার কি যায় আসে তাতে ?
হয়ত এখন ভাল লাগছে
তুমুল সময় কাটছে ,
মন যা চায় তায় করো
সুখের নামে বাজি ধরো ,
উড়ে এসে জুড়ে বসে কালো ভ্রমর
বোঝেনা আসলের কদর ।
আমি যে হায়া-বিহীন যন্ত্রণা
দুয়ে-কদিন পর পর করি অনধিকার ভর্ৎসনা
সত্যি কি নিজের খেয়ে বনের মোষ তাড়না
ভাবি তোমায় আমার ছাড়া আর কারো না ,