অপ্রিয় টুকুও ভীষণ টানে
প্রবল আদর অনুরাগে,
এখন তুমি আমার মাঝে
রয়েছ সবার পুরো ভাগে ।
মনে হয় বহুদিন পরে
মরুর বুকে শূন্য ঘরে,
প্রতীক্ষার শীতল বৃষ্টি পড়ে
সবুজে ভরে নতুন করে।
দুজনাতে ডুব দেয়া
দুজনার জীবন যাপন
একসাথে এক চাওয়া
কাছে টেনে করেছে আপন ।
বইতে বইতে আচমকা
যেন থেমে যায় বেলা
সইতে পারিনা ঝড় দমকা
আর একটু খানি অবহেলা।
একটু একটু লিখছি
উন্মত্ত প্রেমের পদ্য,
মাদকতায় বশীভূত মাতাল
তোমার নেশায় অনবদ্য।
যেন বুঁদ করা দিশাহীন
শরাবের সাথে পরিচয়,
চুমুকে বাড়ে যে নেশা
একটুও শেষ হবার নয় ।