সব কিছু স্বাভাবিক মনে হয়
তবু কেন তাতেই জাগে হৃদয়,
সবুজ ঘাসে শিশিরের বিন্দু ফুরায় রাত
দূরের কেউ তুলে ঢেউ প্রেমিকা হয় হঠাৎ।
অন্ধতায় বাধাহীন অনুনয় অনুভব
অন্ধতায় হৃদয়ের বিনিময় সম্ভব,
দালিলিক বাঁধনে থাকে সীমানা
চেনা অচেনা অন্ধতা মানে না মানা।
তেষ্টা মেটেনা শুধু উড়তে থাকি
মন এমন আজব এক পাখি ,
অকারণে অবচেতনে দিয়ে ডুব
শুধু জানে ভাল লাগছে খুব ।
চোখ বন্ধ করে হাতে দিয়েছি বিশ্বাস
কাছে এনে দিয়েছি উষ্ণ নিশ্বাস,
মনে মন মিলে একসাথে উড়বার সাধ
আরও কাছে এনে দিয়েছি ভরসার কাঁধ।
অবারিত সুন্দর সুখে ভরে মন
অন্ধতায় অন্য রকম বন্ধন,
জীবন যেভাবে যেখানেই থাক
যুক্তিহীন ভাবে শুধুই বাড়ে অনুরাগ।