প্রণয়ী প্রিয়
পৃথিবীর সব গোলাপের ঘ্রাণ দিলাম
সুবাস টুকু নিও,
আমি তোমার কি হই বলো ?
-তুমি আপন নদী হয়ে সদা বয়ে চলো
-তুমি চোখের কোটরে জমান শিশির তিল তিল
-তুমি বুকের অতলে অনন্ত আকাশ নীল
-তুমি লাবণ্য স্নিগ্ধ আবেশ অনাবিল
-ভাবনার অসীমে উড়ো তুমি আমার শঙ্খচিল ।
কাজল রেখা প্রিয়া
অস্থির চঞ্চল হিয়া
আমার হাতে হাত ধরো
স্পন্দন টুকু বুঝতে পারো?
-বাসনা আনন্দ
-হৃদপিণ্ডের অলিন্দ
-সব আর সব সেই অনুভব।
আমাকে পাতায় পাতায়
ঘামে বিন্দুতে দাড়ি তে কমাতে পড়ো,
কেন পাথরের পরম তেষ্টায় জল হয়ে ঝরো?
আমাকে সবটুকু পড়বে
আমাকে করো না বন্ধ,
তোমাকে পড়তে পারিনা,
কারন আমি যে ভীষণ অন্ধ।