নয়ন তারায়
মন হারায়
বারে বারে ,
ডুবে যাই
যদি তাকাই
রূপের বাহারে।
গতিময় জীবন
হয় যে নীরব ,
এভাবে এমন
চোখের আগুন
হয়ে গেছি খুন
বাড়ে অনুভব ।
নয়ন তারায়
ছড়ায় আলো
খুব জমকালো
অদ্ভুত মুগ্ধতা ,
বুকের ভেতর
সুখের চাদর
বুঝি চমকালো
পলকে আকুলতা ।