আউল চলন মোহ সঞ্চয়
মন চলে কানাগলি,
গুরুতে সাধন আশ্রয়
গুরুতে রূপ অঞ্জলি।।

অমূল্য নিধি  মনে বশ
অবোধ মনে অপযশ,
বাহির টেনে ভেতরে এনে
দেহে মন করো উত্তরণ।

অপান বায়ু ভরে স্নায়ু
সূক্ষ্ম নাড়িতে আরোহণ,
নিজের ভেতর গোপন চুরি
আসা যাওয়া অনন্ত কুঠুরি ।

আসল চোখ খুলতে
বন্ধ চোখে নিরিখ,
মিলবে অন্ধ ভবে
অদেখা সেই তরিক,

অন্ধকারে চন্দ্র বিলয়
অধোপথে মন্দ ক্ষয়
সত্তা জ্ঞানে অপার ধ্যান
অসত্য-কাম অসাড় নির্মাণ।