আমি ভাল নেই
বেঁচে আছি,
তুমি কাছে নেই
তবুও থাকো কাছাকাছি ।
একে একে খুলে প্রিয়তমা
রেখেছি সব জমা,
যা কিছু ভিতরে আমার
সব দিয়ে আজ
আমি শূন্য এক পাহাড় ।
তিলোত্তমা
তুমিহীন সব অর্থহীন
শুধু শুধুই বেঁচে থাকা
সব নিয়ে গেছে উদাম ফাকা ।
আমি এক চোখ জুড়ান পাহাড়
কাছে টানবে কাছে আনবে
সবটকু পেতে চাইবে
ছুঁইতে গেলে শূন্য হয়ে যাবে।
আমি এক অচল পাহাড়
ভিতরে জমা শুধু ,
খাঁ খাঁ বিরান ধুধু
হাহুতাশ হাহাকার ।