অচিন পাখি অচিন দেশে
অচিনপুরীতে ,
দিবা নিশি খুঁজি তারে
নাগাল ধরিতে ।
অচিন দেশে আজব বেশে
ঘুরে ঘুরে বেড়ায়,
মনের পাখি এসে বুঝি
মনের দ্বারে ঠাই ।
অচিনপুরে মনের ঘরে
চেনার উপায় নাই,
জিকির ধরি দিলাম তুরি
মনের মানুষ খুঁজে না পাই,
অচিন পাখি অচিন দেশে
খুঁজে বেড়াই ।