রোজ রোজ আমি
বোধ করি অসহায়,
কে যেন আমায়
ছায়া হয়ে বাঁচায় ।
ভাবিনি যেমন এভাবে তেমন
অচেনা মুখ সারায় ব্যারাম
এভাবে এমন করে
তাজা নিঃশ্বাস হয় আরাম ।
কুড়িয়ে পাওয়া অচেনা
বীজ হয়েছে চারা
ফুলে ফলে বেড়ে
গাছ হয়েছে নয়নতারা ।
বাড়ছে সখ্য বাড়ছে বৃক্ষ
উতলা মাতাল টান
মধুর সুর পেতে
লিখি সেই মধুর গান ।