যেন অচেনা কোন গ্রহ
তোমার নয়নের মোহ,
দেখে তোমার দু নয়ন
করেছি কত শব্দ চয়ন ।
মোহ টুকু আঁকা
মুখে হাসি মাখা,
সেই মোহতে ফুটে ফুল
সুবাস ছড়ায় গন্ধ বকুল ।
সারাক্ষণ সারা-বেলা
আগ্রহ অধীর
নয়নের মোহে হারাই
গভীর থেকে গভীর ।
জুড়িয়ে যায় শূন্য এ বুক
চিৎকার দিয়ে বলি -
পৃথিবীতে তুমি আমার
একমাত্র সুখ ।
(উৎসর্গ-৮৬০০ কিলোমিটার দূরের কাউকে)