জলের শরীরে মিহি স্পর্শ
চাতক পাখি কেন বিমর্ষ ,
এক নদী জলেও মেটেনা পিপাসা
অপূর্ণতাই প্রণয়ের মাতৃভাষা ।

নয়নজালে আছে বাঁধা
নয়নতারা পায় না ছুঁতে,
নয়নের জলে প্রতি মুহুর্তে
তারে ভিজিয়ে রাখি সদা।

নয়ন মনি হয়ে থাকে পলকে
নয়নের বল জ্বলো নয়ন ঝলকে ,
থাকো যতই লক্ষ যোজন দূরে
ব্যাকুল নয়ন সেই পথেই থাকে পড়ে।

**শাপাই