ভুল করলেই পাবে জবাব
এটা মানুষের স্বভাব,
বহুগামী ফুলের ঘ্রাণ
সুবাস ছড়িয়ে ম্রিয়মাণ ,
এভাবেই শুরু এভাবেই বরণ
নিষিদ্ধ অসম প্রেমে অবতরণ,
কি যে মিষ্টি ছলনা
স্তব্ধ করে প্রলোভনের ললনা ।।
উদাসীন, নিরুত্তাপ শীতল হৃদয়
শক্ত বানালে তুমি কঠিন নির্দয়
যদি কেউ একটু সদয়
হাত ভরে নিয়ে আসে সব
দিতে একটু ভালো অনুভব
তাতেই মুখ গুঁজে থাকা
এক ছাদের নিচে
পূর্ণ থেকেও ফাঁকা।
দুটি হৃদয়ের দুটি ভুবন
এতো নয় বিসর্জন,
দুই নদী দুই দিকে
নিজের মত বহমান
এতো নয় ত্যাগ
নয় অনুভূতির বলিদান ।
সূক্ষ্ম অনুভূতি বানায়
ঘরের ভিতর আরেক ঘর ,
ভুল বোঝাবুঝি পরস্পর
অবশেষে পথ হারিয়ে কাতর,
সরে না যে শক্ত পাথর
ক্ষোভের আগুন জ্বলে বুকে
তোমার জন্য এক ফোঁটা
অশ্রু ঝরে না চোখে ।
Inspired by
Sacrifice of Elton John .