এক)

তার জন্যই বয়ে চলা
জল হয়ে ছুঁয়ে সারাক্ষণ ,
মাটির আদরে শুয়ে থাকা
নদীরও আছে একজন  |


একলা একা জেগে থাকা
তার জন্য গভীরতা,
স্রোতের টানে ঢেউ এর সাথে
বলে নিজের কথা;

বুকে তার বয়ে চলা হিমালয়
জল বাতাসের সাথে হয় পরিচয়
প্রবাহে বইতে বইতে নিশিদিন
সাগরের কাছে বাড়ে ঋণ ;

মোহনায় এসে ছুঁয়ে
যায় দিগন্তের চরণ
সাগরের সাথে তার প্রেম
সাগর তার সেইজন,


দুই)


নদী তোমায় দেখি
নদী তোমায় লিখি
বুঝতে পারি  নীরবতা
প্রাচীন প্রেমিক হয়ে
শুনতে পাই তোমার কথা;

প্রেম পুরানের বেহুলা লখিন্দর
রাম আর সীতা
তেমনি প্রাচীন প্রেমে
আমি কবি তুমি দু:খী কবিতা;

বিষাদী আগুনে জল পুড়েছে
থেমেছে পাখিদের জলকেলি
মৃতপ্রায় নদীর বুকের নীলে
জমে আছে বেদনার পলি|