বুকের মধ্যে নদী অনেকগুলো গল্প নিয়ে ভাসে
ছোট ছোট ঢেউগুলো সুখের গল্পে মলিন হাসে,
কত যুগ কাল ইতিহাস ঐতিহ্য কৃষ্টি উত্তাল গর্ভে
কালের সাক্ষী মিলন মোহনার ঐকতান কলরবে।
গল্পগুলো ক্ষয়ে যাওয়া বিধংসী আর বিলীনতার
গল্পগুলো প্রাকৃতিক খরস্রোতা ভীষণ নির্মমতার,
গল্পগুলো কুলহীন কুলের অসম ভাঙ্গা আর গড়ার
গল্পগুলো পারাপারের সময়ের সাথে ছড়িয়ে পড়ার।
কখনো যৌবনা কখনো খরস্রোতা কখনো মৃত
সময়ের পালাক্রমে প্রকৃতির নিয়মে সদা আচ্ছাদিত,
দিনের আলোয় বাস করে প্রকাণ্ড সূর্যের প্রখরতা
রাতের বেলায় সুন্দরী চাঁদ ডুব দিয়ে গড়ে নিবিড়তা।
হতাম যদি জলের শরীরের একটা বহমান নদী
তবে মধুমতি রূপবতী বইতাম ধ্যানে মনে নিরবধি,
মোহনার মোহে ছুটে যেতাম ফেনিল সাগরের বুকে
আহা নদী গল্পগুলো এমন করেই বাঁচে ধুকে ধুকে।