সুন্দরী চাঁদকে পারে না বুঝতে
ফিরে ফিরে আসে কলঙ্ক,
সরল সোজা অনুভব খুঁজতে
বারে বারে জটিল অংক।
প্রিয় ফুল গন্ধ বকুল
ডুব দিয়ে নিবিড়তায় মশগুল,
বুকের মধ্যে সুখের প্রবাহ
সুবাস ভরে দিয়েছিল মোহ।
শুকিয়ে রং বদলে প্রিয়ফুল
ক্ষনিকের সুখ হারিয়ে গন্ধ,
তবুও নি:সঙ্গ প্রজাপতি এখনও
সেই ফুলের মায়ায় অন্ধ।
একটি ফুল মৃত হৃদয়
করেছিল সুবাসিত তাজা,
বাড়ছে ব্যথা ক্ষনে ক্ষনে
নি:সঙ্গ প্রজাপতি পাচ্ছে সাজা।