তোমার প্রতিটি নিঃশ্বাসের দলা
অটুট বন্ধন ভেঙ্গে ফেলা
প্রতি পদে পদে চলা,
অন্তর আঁখি দেখতেই থাকবে তোমায়
প্রতিটি পদক্ষেপ
সারাক্ষণ বহে আবেশের প্রলেপ ,
তোমার সব ছলা কলা
অভিমানের বরফ গলা ,
তোমার প্রতিটি দিন প্রতিটি কথা
প্রতিটি রাত বুকে গাঁথা,
অন্তর আঁখি দেখতেই থাকবে তোমায়
তুমি কি আমার নও
দূরের বহুদূরের যেন
তবুও কেন
দেখতে পাওনা আমায় ?
তোমার চলমানতা
নিছক হাসির ভনিতা ,
তোমার প্রতিশ্রুতি ভাঙ্গা
অহেতুক দাবীর আশঙ্কা,
অন্তর আঁখি দেখতেই থাকবে তোমায়
তুমি কি আমার নও
দূরের বহুদূরের যেন
তবুও কেন
দেখতে পাওনা আমায় ?
তুমি চলে যাবার পর
হারিয়ে গেছি আমি অচেনার ভিতর,
তোমার মুখ স্বপ্ন হয়ে আসে রাতে
শক্ত করে ধরে হাত হাতে,
এদিকে সেদিকে খুঁজি
না পেয়ে ক্লান্ত চোখ বুজি
বইছে শৈত্যপ্রবাহ হিম
আলিঙ্গনের উষ্ণতায় জ্বলবে পিদিম ,
প্রিয় ডাকছি তোমায়
আমার চোখের জলে
এসো জড়িয়ে রাখো তোমার আঁচলে ,
নিঃসম্বল হৃদয়ে দুঃসহ ব্যথা জুড়ে
একটু যদি তুমি যাও দূরে ,
অন্তর আঁখি দেখতেই থাকবে তোমায়
প্রতিটি পদক্ষেপ
সারাক্ষণ বহে আবেশের প্রলেপ ।
Inspired by -
"Every Breath You Take"
Written By Sting