প্রশান্তির ঝরনা অবিরাম ঝরে বারবার
ফুলকুঞ্জ রঙিন অপরূপা চমৎকার,
তোমাকে আরেকবার পাবো নিশ্চিত
তাতেই এমন রঙ বদলায় চারিধার ।
খুব সামান্য যে পরশ টুকু পাই
তার চেয়ে আরো বেশি চাই,
সেইটুকু কামনার আগুন তাই
ভাবনাতে জলের পিপাসায় পুড়ে ছাই।
সেইটুকু ভালোবাসার ছোঁয়া
হয়ে বাসনার অতৃপ্ত ধোঁয়া,
মনের শরীর জুড়ে
ভাবনার আকাশে সারাক্ষণ উড়ে।
ভাবনা থেকে শরীরে এসে থেমে
তোমাকে চাই না শুনে না জেনে,
সেখান থেকে গহন অতলে নেমে
তোমাকে সবটুকু পাই নিরন্তর প্রেমে।