ভালবাসায় ভরে বুকে ধারন করে
দেশের মানুষের আকাঙ্ক্ষা,
মূল্যায়ক যিনি সদা সুবিবেচক
নিরবলম্বনের আস্থাপূর্ণ প্রত্যাশা।
নির্বাসনে দিয়ে সকল অবর
সবার নির্ভরযোগ্য বাতিঘর ,
যার চোখে বেঁচে থাকে মানুষের স্বপ্ন
যার কর্মযজ্ঞে আসে শান্তি সমৃদ্ধির লগ্ন ।
সুদর্শন সুপুরুষ সাদা অবয়বে মনে
একাগ্র অটল আদর্শে বচনে,
অতি আধুনিক রুচিতে মননে
অভিনবত্ব সব কৌশলে উদ্ভাবনে ।
নতুন প্রজন্মের অনুবদ্ধ
সদা অতল সশ্রদ্ধ ,
সময়ের সাহসী যোদ্ধা যুগোপযোগী
পথিকৃৎ বহুমাত্রিক সেবায় সদা ব্রতী।
অসামান্য নাম যশ
উদ্যমী অদম্য চৌকশ,
সাদামন অজর স্থির অভেদ
একজন ডক্টর বেনজীর আহমেদ।