সাধুর ঘরে উকি মারে
কোন চোরায় করে চুরি,
মনের ঘরে নারী তুমি
কেন কর ঘুরাঘুরি |
নারীতে দিলাম আড়ি
নারীতে বাড়াবাড়ি মহামারি
নারীতে দুনিয়া জুড়ে
বানায় ভবের বাড়ি |
নারীতে হয় নেশা
নারীতে নাই দিশা ,
নারীতে নর করে মধুর ভক্ষন
সাধুর ঘরে নড়ে নারী সর্বক্ষন |
নারীতে নড়ে নর
নারীতে আপামর
নারীতে উঠে ঝড়
নারীতে শান্ত নর |