তোমার জন্য উপাধি বাহারি
তোমার জন্য আয়োজনের বাড়াবাড়ি
তবু চুলো জ্বালিয়ে ধরো হাড়ি
পুরুষের ভার বইতে নারী ।
মানুষ রূপী কুকুরের জিভে আসে জল
নির্জনে পেলে খাবলে দিতে চায় ছোবল
তোমার শরীর ঠোঁট নিতম্ব স্তনে
জুড়ায় পুরুষ সুখ মন মন্থনে ।
নারী তুমি প্রথমে মানুষ
বোঝে পশু বোঝেনা পুরুষ
কারো মা কারো বোন
কারো স্ত্রী কত শত ,
নীরবে সরবে মনেতে
শরীরে ধর্ষিত প্রতিনিয়ত
লোকলজ্জা সমাজ বোঝেনা
নীল দংশনের কি যন্ত্রণা ক্ষত ,
ঘরেতে রাস্তায় বাসে ট্রেনে
এখানে ওখানে সেখানে
সকলের ভেতরে বাজে কামনার বাদ্য
এত সম্মান বিরূপ স্বরূপ আচরণ,
হয়ে আসে নারী দিবস
বিফলে সব আলোচনা
সেমিনার বিষয় প্রতিপাদ্য
পণ্য তুমি সকলের ভোগের খাদ্য ।
দিবে সুখ সমৃদ্ধি
দিবে অনাগত বংশ
ভাবো তাকে তোমার
নিজের অর্ধেক অংশ ।
উপরে তারে রাখো সে যে
উৎস সফল সকল কাজ
বলতে তোমার কেন এত লাজ
নারী ছাড়া পুরুষ বানাতে পারবেনা সমাজ ।