কাঠি টা নারীর হাতে
নারী যে  সাধক তাতে ,
দেহ সাধনার হয়  শুরু,
নারী যে   গুরু  ।

নারী তে আসে
জোয়ার  অদৃশ্য ,
দেহ-সাধনায় পুরুষ
হইল নারী তোমার  শিষ্য ।

রমণের আগে  জানো রমণীর শক্তি
দেহ-সাধন বিনে হয় না যে মুক্তি ,
দেহতে থাকে সৃষ্টি ধরতে না জানলে হারায় ,
নারী যে সেথা  নিয়ে যায় উজান-ধারায় ।

দেহ-সাধনায় প্রেম  বড়ো
তারে  ধরার চেষ্টা করো ,
দেহতে  শক্তি দেহতে ভক্তি
দেহতে  সাধনা, দেহতেই জাগে  প্রেমের বাসনা  ।


দমের সাথে দমে
কাম কে  প্রেমে  
রূপান্তর করো  পরমে ,
নিয়ে যাবে চূড়ায়  চরমে ।  

দেহ সাধন করো  শুরু
আপনে  চুপে চুপে ,
নারী  যে আসল    গুরু
মিলবে  তোমার   স্বরূপে ।