নাই খতিয়ান নাই পর্চা
শুধু শুধুই মূলধনের গচ্চা
নাই নিশানা নাই সীমানা
নাই যে দলিল
খুঁজি তারে অপার হয়ে তিলেতিল ,
পাইক পেয়াদা গোমস্তা নাজির
নাই সেনাপতি উজির
তিনি মালিক নিরাকার ভূস্বামী
তিনি যে অন্তর্যামী ,
সেই ভূমি তে ভীষণ খরা
প্রজা সকলের বাঁচা মরা
হকের ঘরে নড়ে কড়া
মালিক তুমি অধিপতি ;
সরাও খরা নাই বিরতি ,
ভূমিতে দাও জলময় সলিল
নাই খতিয়ান নাই পর্চা
নাই যে দলিল ।