চোখে আছে কাছে কি ফাঁকে
চোখের ভেতরে ঠাঁই ,
না থাকলেই বুঝি খুব থাকে
তুমিহীন কঠিন অনুভূতি টের পাই।


না থাকলেই  মন কাঁদে
বারে বারে পুড়ে ,
একলা আকাশ ধূসর বিষাদে
বেদনাই শুধু খুঁড়ে।


না থাকলেই খুব বুঝি
গাঢ় নিশ্বাস ভারী,
পরশ পেতে খুঁজি
ব্যাকুল আর্তনাদ আহাজারি।

শুন্যতার সবুজ শীষ
আনমনে ছবি আঁকে
বুকের বুননে অহর্নিশ
না থাকলেই খুব থাকে ।