বুকের ভেতর জমিয়ে রাখা প্রবল ইচ্ছে
প্রিয় সুখ হয়ে খুব নাড়া দিচ্ছে;
অসহ্য সময়ের ফোঁড় করে বহন
হৃদয় অতলে অদ্ভুত আঁধারের গহন|
মায়ামুখ দীঘল চুলের আপ্লুত ঝলকানি
আলো আকাশ আবেশের ব্যাকুল হাতছানি,
মুক্ত বিহংগ বুকে পোষা এক দগ্ধ কবি
জানালার শিকে আটকে থাকে আপন পৃথিবী,
গাছেরা পাতায় পাতায় শিহরণ ছবি আঁকে
মুক্ত নীল সবুজের অনাবিল স্নিগ্ধতা ডাকে ;
বৃক্ষ পত্র পল্লবরাজি আকাশ মেঘ সব
মুক্ত হাওয়ায় ভাসতে জাগছে অনুভব |