মুখে বললেই হয় না সব
আচরণেই আসল অনুভব,
মুখে বলে ছোঁয়া যায় আসমুদ্রহিমাচল
আসল টানে মনে মন ছোঁয়ার অনেক ধকল।

স্নায়ু বয়ে নিয়ে যায় যাকে
মুখে নয় সে বুকে থাকে,
অদৃশ্য উত্তাপের আঁচে হয় বুঁদ বুঁদ
প্রাণ বাঁচে যেন তা একমাত্র ঔষুধ।


আকাশের গভীরের ঐ শুভ্র মেঘ
না ছুঁয়েই মুখেতে তা মিষ্টি আবেগ,
মেঘের শরীর দু:খমালায় ঝরায় বৃষ্টি
সত্যি যদি স্পর্শ করে তবেই তা সৃষ্টি।

একসাথে মুখে মনে আর আচরণে
রাংগা প্রভাতে ফুল ফোটে কুঞ্জবনে।
মুখে নয় মনের গোপনে খুব আপনে
সুখে শুধু নয় দু:খের সারথী হব যতনে।