হাইড্রোজেন আর অক্সিজেনে
একসাথে দ্রবীভূত জল
তেমনি তোমার আমার
জৈব উপাদান অচল ,
উপাদান গুলো একে
অন্যের মিলিত জীবন
আবেগ যুক্তিহীন তবু
রঙিন অনুভূতির রসায়ন ,
হাইড্রোজেন ভাঙ্গি অক্সিজেন ভাঙ্গি
ভাঙ্গতে ভাঙ্গতে বক্ষ পাতালের অণু
দুজন দুজনার নিবিড়তা দেখি
ধরলে মরীচিকা হারায় প্রেমের রেণু ।
মাঝে মাঝে মন হারায়
অনুর অস্তিত্বে নাই অনুভবের মৌল
ফুঁ দিলেই সরে কী
সম্পর্কের আগাছা ধুলো ?
সেখানে প্রায়ই অনুপস্থিত
আবেগের অতি পরমাণু ,
তবু বারবার কার্যকারণ ফেলে
ভালবাসার বশে নতজানু ।