সব আলো চলে গেছে আবার
চারিদিক শুধু আধার আর আধার
যৌথ খামারে পথের দৈর্ঘ্য মাপি
মিহি কোমলতার শক্ত কষ্টে কাঁপি ;
বুকের ভেতর সবুজ ঘাসে
বাঁচে সুন্দর খরগোশ
মুখের উপর গাঢ় নি:শ্বাসে
ঢেকে থাকে মুখোশ |
অন্ধ হয়ে দেখা অভিনয়
চোখ দিয়ে দেখে পেলাম ভয়
বুকের তিমির থেকে বেরিয়ে
আসা ভালবাসার নক্ষত্রে ,
হঠাৎ ধস একে একে
প্রতি রাতে ক্ষয়ে পড়ে বিনা শর্তে
ভীষণ উদাস স্নেহ পলাতক আঙ্গুল
মিথ্যে প্রবোধে করেছে যে ভুল |
ভালবাসা বেদনার লাভা
হয়ে এমন উদগীরন
বিষের যন্ত্রণা দেয়
কেন মধুর মিলন ;
সময়ের পথ মিছে দিয়ে দিলেম
মোহে আর দেহে হয় না যে প্রেম
মরে গেছে বুকে পোষা শুভ্র খরগোশ
মুখের উপর মুখ খুলে গেছে মুখোশ |