যেই ক্ষণে বেহুলার বাসর বাসনা
মনসার মনে ফণা
ছোবল নি:শ্বাসে
লখিন্দর মরল বিষের বিনাশে ।
মনসার মন্ত্র ষড়যন্ত্র
ফেরানো গেলোনা ,
প্রেমপুরানের ললনা
ধোঁকার বশে ছলনা ।
চাঁদ সওদাগর গোপনে
চম্পক নগরে
মনসার শাপমোচনে
ভক্তি আরাধনা অন্তরে ,
মনসা নির্বিকারে
সাপের দংশন
বেহুলা লখিন্দরের সোনার বাসর
অমর হইল প্রেমসাধন ।
চাঁদ বানাইলো লোহার ঘর
সাপের দংশনে পুড়িল বাসর ,
প্রেম পুরানে মনসা কুমন্ত্রণা
কালকেউটের দংশনে বিষের যন্ত্রণা ।