দু:খ ভারাক্রান্ত কাঁপে বুক
পৃথিবীর অসুখ
তবু জীবনের অদম্য উৎকর্ষ  
ফুরিয়েছে কাল আরেকটি নতুন বর্ষ ;

অনাগত কাল সুন্দর থাক
অশুভ সব উবে যাক
স্বাগত পহেলা বৈশাখ ,
চলমান জীবনের অদম্য উৎকর্ষ  
মঙ্গলময় হোক পৃথিবী শুভ নববর্ষ ;
শুভ নববর্ষ ১৪২৭ |