আবার কবে
জাদুর পরশ হবে ?
কি জাদু করলে আমায়
ছোঁয়া পেতে দিন জমায়,
মনে প্রাণে গেঁথে থাকবে
ভুলে গেলেই মনে লাগবে,
অনুভব থাকবে মৃদু
দুরে থেকেও আসে জাদু,
ভাবনার পরতে পরতে
জাদুর কাশফুল ফোটে,
একটু তোমার স্পর্শ জোটে
মনের শরতে শরতে |
ভুলতে পারবোনা আদৌ
এ যে বশ করা জাদু ,
বুঝি এইতো সব
আমার অবচেতন অনুভব |