আগুন জ্বালায় পোড়ায় তবু
তার ও আছে শেষ
মনের আগুন নেভে না কেন
থামেনা তার রেশ ।
মনের আগুন বাড়ে দ্বিগুন
জ্বালাইয়া দেয় প্রেমের ফাগুন
মনের আগুন মরে না কেন যন্ত্রনার আবেশ ।
মনের আগুন জ্বালায় পোড়ায় খাঁ খাঁ নিঃশেষ ।
আমি বলি তাই ভাইবা দেখেন
ও আমার ভাই,
প্রেম আগুনে পুইড়া খাটি হয় মন
অস্বীকারের উপায় নাই ।
ঘরের আগুন
ঘর পোড়াইয়া করিল রে ছাই,
যাতনা পুড়েনা কেন
যাতনার মরণ নাই ।
মনের আগুন মরে না কেন যন্ত্রনার আবেশ ।
মনের আগুন জ্বালায় পোড়ায় খাঁ খাঁ নিঃশেষ ।