মন কে বাঁচায় মরে গেলে মন
শুধু তুই আমার সেই জন ,
মন যদি খারাপ হয়
একটু ছোঁয়ায় ভাল হয় ,
তুই আমার সব নষ্টের নষ্ট
মনের সব বেদনা কষ্ট ,
মন কেন এত কাঁদে
তোর মায়ার আহ্লাদে,
তোর খিল খিল হাঁসি তে
আমার যে বাতিক
মন ভাল করতে
পৃথিবীর সর্বোৎকৃষ্ট টনিক ।
তোর চোখের কাজল রেখা
শুধু আমার জন্য
অভিমানের জল ছুঁয়ে
কষ্টগুলো আলতো দেয় ধুয়ে ।
পৃথিবীর সবচেয়ে দামী
তোর মন ভাল আমি ,
হাঁসি মুখে একটু করে ছুঁই
তখন আমার মন ভাল শুধুই তুই ।