১)
মহাসাগরের মত অসীম মন
ডুব দিলেই হারিয়ে গহন
অচেনা পথ চেনা হোক
মেলে মনের চোখ |
মায়ার অনিবার্য বরাতে
অবুঝের মত ধরে হাতে ,
প্রজাপতি উড়ে পেতে পরাগ
ফুলের গায়ে দিতে ভালবাসার সোহাগ ;
মন যে কখনও সরল
কখনও জটিল অংক
ঠোঁটে ঢেলে দেয়া গরল
দেয় শান্তি কিংবা স্বপ্নভঙ্গের আতংক |
২)
তুমি ছাড়া
অতিক্রম করা খুব কঠিন
তুমি ছাড়া একটি দিন ,
দগদগে আলো হয় ক্ষীণ
আঁধার ঘনায় তুমি-বিহীন |
তুমি ছাড়া চলেনা এক চুল
পরক্ষণেই দিতে হয় মাশুল,
তুমি ছাড়া ফোটেনা ফুল
নদী উত্তাল ঢেউয়ে ভাঙ্গে কুল |
তুমি ছাড়া ভাঙ্গা মন
কষ্ট বেদনা দেয় সমন
তুমি ছাড়া বুকের ভেতর দহন
তুমি ছাড়া দু:খের হয় গহন |
না পাওয়া দিনগুলো ফিরে পেতে
টাইম মেশিনে তোমার কাছে যেতে
দিবো প্রাণান্ত এক দৌড়
তুমি যে নি:সংগ রাতের স্বস্তির ভোর |