যার সাথে যার মিলিয়ে
তার সাথে হয়না,
যেথায় সব ভিন্ন সেথায় থাকি
মন কথা কয়না ।

যার সাথে যে পায়না
কেন তারে পাই,
যার সাথে পাই সে
পাশে নাই ?

অবেলায় কেন আনচান
মন ধরে বায়না ,
যার সাথে যার যায়
তার সাথে কেন হয়না ।

মনপাখিটা মনের ঘরে
একলা একা রয় না
নিঃসঙ্গ উড়ে বেড়ায়
আহা আমার ময়না ।