তোমার মুখখানি বুকে গেঁথে
যাই ভেসে স্বপ্ন স্রোতে
রচি মন মিলনের গান
কোথায় যেন একটু অভিমান ;
তুমি কি মঙ্গলময় নাকি সর্বনাশা
কেন বুঝতে পারিনা তোমার ভাষা
তুমি কি সত্যি আমার আপন
তবে অথৈ যন্ত্রণায় কেন জীবন ;
আমার ছোট কুঁড়েঘর
চাঁদের আলোয় জোছনার বাসর
রুপালী আলো গায়ে মেখে
দুজন দুজনাতে বিলাবো আদর ;
নির্ভরতার আঙ্গুল ধরে
চলছি পথ সারাক্ষণ ,
ভালবাসায় পাথর গলে
মন পেয়েছে মন |