তোর জন্য সন্ন্যাস ভাংগতে
পারে এই ধ্যানী সাধু,
একটু ছোঁয়ায় ব্যাকুল
মন মানেনা তোর জাদু।
তোর জন্য ভীষণ কাবু
একজন নিসংগ কবি,
মন মানে না তোর জাদু
চোখের ভেতর তোর ছবি।
মুখে দাড়ি অগোছালো চুল
তোর জন্য এই আউলা বাউল,
চারণ করে জল মরু ধুধু
মন মানে না তোর জাদু।
প্রাণ ভোমরার তুষ্টির মধু
তুই ছাড়া সব শুধু শুধু,
বাসনার আকাশে কেমন উড়িস সারাক্ষণ
মন মানেনা তোর জাদু।