কার কথা বারে বারে
নীরবে  মনে পড়ে ,
কার ব্যথার সাথে সাথে
নিভৃতে বৃষ্টি ঝরে ,

আকাশের বুক আগলে
কালো মেঘ হারায় খেই ,
ছটফট করে বিজলী জাগলে
পাখির আজ মন ভাল নেই ।

কাঁদো বুক ভেঙ্গে পাখি
কান্নার জলে তোমায় দেখি
কালো মেঘের পরে সূর্য
ব্যথা থামবে অনিবার্য ।

চোখের ভেতর জমান
ভালবাসার শিশির ,
একদিন জেগে উঠবে
সবুজ তীর ,

ভেবো আমায় দু:খ  
ভেবো আমায় কষ্ট
একসাথে ফুরাবে নিমেষেই
দেখো মন খারাপ আর নেই ।