অবেলার এই বৃষ্টি
কেনো এমন করে ঝরো,
তুমি বুক ছুঁয়ে ছুঁয়ে পড়ো
তবুও ভরে না দৃষ্টি।
মন খারাপের বৃৃষ্টি
তুমি অসময়ের আবেগ ,
বলে কয়ে আসবে
কথা দিয়েছিল মেঘ ।
রিমঝিম জল টলমল
কার কথা বলো?
ভিজিয়ে প্রিয়ার আচল
কার জন্য মেঘ হয়ে ভেসে চলো ?
আপন আবেগ হয়ে থাকার প্রতিশ্রুতি
কে টেনেছে অবেলার ইতি,
কার মনের আকুল আকুতি
বৃৃষ্টি বাড়ায় সেই অনুভূতি।
গোপন প্রেমের আপন বিষাদ
যখন ডুবে যায় পূর্ণিমার চাঁদ,
তখন হারায় স্পন্দন মন মৃৃত
বৃষ্টি এলেই হৃদয় উদ্বেলিত।