তবুও কীভাবে কখন
শুধুমাত্র একজন
আহারে কেমন করে
এত বুঝতে পারে ।

বিরস মন যখন
ছড়ায় না উত্তাপ
অবশ ক্ষন তখন
রাখে না কোন ছাপ ,
কেমনে বলো-তোমার কেন মন খারাপ !

গভীরতায় মগ্ন হয়ে অন্তরের
প্রতি অন্তরের খেয়াল,
বাধা মানে না কোন যতই
উঠুক মাঝখানে দেয়াল।

ভাল টুকুও বুঝতে পারে
খারাপ টুকুও হাড়ে হাড়ে
কাছে থেকে  ক্রমে দূরে
  যতই যাই  না সরে ।

কম টুকু মনে হয় অনেক অনেক বেশি
ভাবনাতে ভরে থাকো সদা দিবানিশি,
তুমি দু:খ তুমি হাসি
সব উপলক্ষ তুমি সব খুশি।