হঠাৎ যদি বিহঙ্গ খুঁজে পায় রাধা
পাখির মত মন কি রাখা যায় বাঁধা,
তাতে কৃষ্ণ যদি হয়ে যায় উলটো সাদা
বুঝবেনা এই ব্যাকরণ মনের জটিল ধাঁধা।
মনের কৃষ্ণপক্ষ জুড়ে থাকে অরুনিমা
মনের নাই কোন পরিসীমা,
বোঝা যায় না মনের শুরু আর সাড়া
মনের নাই যে কোন কাঁটাতারের বেড়া।
মন যে কখনও বিরহ
আবার কখনো সুতীব্র মোহ,
মন যে কখনও স্নিগ্ধ মেঘ
আবার কখনো গভীরতম আবেগ।
মন কি যায় দেখা
ভরাট বৃত্ত পূর্ণ অথচ একা,
মন যে এমন এক অমূল্য ধন
রাজা সম্রাট সবাই হারায় সিংহাসন।