আমার আঙিনা
বাতাস দখিনা
কারণ অকারণ
আসতে নাই বারণ ।
ভাঙ্গা এই মন
কেন আরোহণ;
গুঞ্জন গুঞ্জন যেন
মন ছুঁয়েছে মন।।
পুঞ্জ পুঞ্জ মেঘ
জল আর হাওয়া
ঝড়ের অতি বেগ
ঝরছে বেপরোয়া,
গুঞ্জন গুঞ্জন যেন
মন ছুঁয়েছে মন।
জোছনা জ্বলা চোখ
যেন ভালবাসার শ্লোক,
হঠাৎ করে মাথার উপর ছাদ
উঠেছে অবাক এক চাঁদ।
গুঞ্জন গুঞ্জন যেন
মন ছুঁয়েছে মন।